New Update
/anm-bengali/media/post_banners/AHmTlHPgzoiSFHbHshev.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগে ছন্দপতন। ব্রেন্টফোর্ডের বিরুদ্ধে ২-১ গোলে হেরে গেল ম্যানচেস্টার সিটি। শেষ পাঁচ ম্যাচে এই প্রথম জয় পেয়েছে ব্রেন্টফোর্ডের। দলের হয়ে এদিন দুটি গোলই করেছেন ইভান টোনি। সিটির হয়ে একমাত্র গোল ফিল ফডেনের। এদিনের ম্যাচে কেভিন ডি ব্রুইন, এর্লিং হালান্ড সহ পূর্ণ শক্তি দল নামিয়েও জয় তুলতে পারেনি ম্যানচেস্টার সিটি। ব্রেন্টফোর্ডের হয়ে ইভান টোনি প্রথম গোলটি করেছিলেন ১৬ মিনিটে। জয়সূচক গোল ৯৮ মিনিটে।
FULL-TIME | A frustrating afternoon at the Etihad.
🔵 1-2 🐝 #ManCitypic.twitter.com/FL4Mltj5ic— Manchester City (@ManCity) November 12, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us