New Update
/anm-bengali/media/post_banners/EwSE06N1OBkLMECDz7Ve.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ফাইনালে নামার আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার। ম্যাচের আগে প্রথামাফিক সাংবাদিক সম্মেলনে বাটলার বলেছেন, "অবশ্যই আমরা এখনও ইয়ন মর্গ্যানের সময়কার ফল লাভ করছি। ইংল্যান্ডে সাদা বলের খেলায় যে পরিবর্তনগুলি ঘটেছে সেটা এখন স্পষ্ট... আমরা অবশ্যই সেই নতুন তরঙ্গের সঙ্গে রয়েছি, পাশাপাশি একটি নতুন দিকও রয়েছে। নতুনের দিকে ধাবিত হচ্ছে টিম ইংল্যান্ড।"
In his own words... 🗣
The Matches That Made Me 🏏#T20WorldCup | @JosButtlerpic.twitter.com/jCU9dzbKXp— England Cricket (@englandcricket) November 11, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us