রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচি কর মন্তব্যের জবাব দিলেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম

author-image
Harmeet
New Update
রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচি কর মন্তব্যের জবাব দিলেন বিজেপি সাংসদ কুনার হেমব্রম


নিউজ ডেস্ক, ঝাড়গ্রাম: দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্পর্কে রাজ্যের মন্ত্রী অখিল গিরি কুরুচি কর মন্তব্য করেছেন। তারই প্রতিক্রিয়া দিলেন শনিবার ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। তিনি বলেন, "সারাদেশের আদিবাসীরা কিছুটা কালো দেখতে হন। কালো মানুষ অর্থাৎ আদিবাসীরা দেশের সর্বোচ্চ পদে বসুক সেটা অনেকেই চায়না। আদিবাসী মানুষ দেশের রাষ্ট্রপতি হওয়ায় অনেকেই অখুশি"। রাজ্যের মন্ত্রী অখিল গিরি রাষ্ট্রপতি সম্পর্কে যে কথা বলেছেন তিনি তার তীব্র নিন্দা করেন। তিনি আরও বলেন, "যে দেশে দুশো বছরের বেশি রাজত্ব করে ব্রিটিশরা চলে গিয়েছে। কিছু সাদা চামড়ার নিম্নমনস্ক মানুষ এখনো রয়েছে। তারাই এভাবেই কালো মানুষের নিন্দা করে"।