হরি ঘোষ, জামুড়িয়া : জামুরিয়া ১০ নম্বর ওয়ার্ডের নিঙ্ঘা এরিয়ায় রেশন দোকান না খোলায় কংগ্রেসের বিক্ষোভ। দীর্ঘ আট দিন ধরে সমস্ত রেশন দোকান বন্ধ ছিল। অসুবিধের মধ্যে পড়ছিলেন রেশন উপভোক্তাকারীরা। এমনই অভিযোগ। বুধবার সকালে ওই রেশন দোকানে কংগ্রেসের তরফে দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। কংগ্রেস নেতা জানান, এই মাসে একবারও রেশন দোকান খোলেনি এবং এই রেশন দোকান চলছে তৃণমূল কংগ্রেসের কিছু দালাল মারফত। এই দালালরা সিপিআইএমের আমলে দালালি করতেন এবং তৃণমূলের আমলেও দালালি করছেন। যদি সঠিক ভাবে রেশন দোকান না খুলে বা উপভোক্তারা রেশন না পান তাহলে এরপর বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। অন্যদিকে, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঊষা পাশওয়ানের প্রতিনিধি ভোলা পাশওয়ান জানান, 'সমস্যা হয়েছিল রেশন নিয়ে, সেটি আজকে মিটে গিয়েছে এবং আজ থেকে রেশন দেওয়া পুনরায় চালু করেছে, কিন্তু কংগ্রেসের তরফ থেকে সেই রেশন দোকানের মালিক গুলোকে ধমকি দেওয়া হচ্ছে। রেশন দোকান না খুললে নাকি রেশন দোকানে তালা মেরে দেবে, সরকারি সম্পত্তির ওপর এইভাবে তালা মেরে দেওয়ার কথা বা ঝামেলা করা আইনত অপরাধ। আমি রেশন দোকানের মালিকদের বলেছি তাদের নামে থানায় একটা অভিযোগ জানাতে।'
অন্যদিকে, এক রেশন ডিলার জানান, 'বেশ কিছুদিন আগে থেকে রেশনের মাল সম্পূর্ণ আসছে না এবং এই মাসে রেশন এখনো দেওয়া হয়নি। কিছু সামগ্রী এসছে এবং আরো কিছু সামগ্রী বাকি আছে। এরই কারণে দোকান বন্ধ ছিল।'অন্যদিকে, এক উপভোক্তা জানান, 'এই মাসে আজও পর্যন্ত রেশন পাইনি আজ তাই এসেছি রেশন দিচ্ছে কিনা দেখতে।'