New Update
/anm-bengali/media/post_banners/orhpdkOPwWUQynsjOEwi.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সেমিফাইনালের শুরু থেকে দাপটের সঙ্গে খেলার ইঙ্গিত দিয়েছিল পাকিস্তান। ম্যাচের প্রথম ওভারে উইকেট নিয়েছিলেন শাহিন আফ্রিদি। নিউজিল্যান্ডের হয়ে দুজন ব্যাটসম্যান দলের হয়ে হাল ধরেন কেন উইলিয়ামসন এবং ড্যারেল মিচেল। নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন ৪৬ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন। মিচেল ৩৫ বলে ৫৩ রানে অপরাজিত থেকেছেন। কুড়ি ওভারে ৪ উইকেট হারিয়ে কিউয়িদের প্রাপ্ত রান ১৫২।
New Zealand have set a target of 153 for Pakistan 🏏
Will it be enough?#T20WorldCup | #NZvPAK | 📝: https://t.co/LSzHXLyyRNpic.twitter.com/G2gTK1hTWK— ICC (@ICC) November 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us