নিজস্ব সংবাদদাতা: সাইকেল চালানোর উন্নত ব্যবস্থাপনা। আর তার জন্য আরবান মোবিলিটি ইন্ডিয়া কনফারেন্স এবং কোচিতে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার পেল নিউ টাউন। 'অ-মোটরচালিত পরিবহন পরিকাঠামো' বিভাগে সেরার শিরোপা পেয়েছে নিউ টাউন। নিউ কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি(NKDA) সাইকেল চালানোর সুবিধার বিভিন্ন নজির তুলে ধরেন এই এক্সপো-তে। পাবলিক বাইসাইকেল প্রকল্প, সাইকেল চালানোর প্রশিক্ষণ, সাইকেল মেরামতের দোকান, সাইক্লোথনের মতো ইভেন্ট, স্মার্ট সাইকেল স্ট্যান্ডের মতো ফিচার্সগুলি তুলে ধরা হয় এই প্রদর্শনীতে।