New Update
/anm-bengali/media/post_banners/3ITmJgtpvcMgBUghwEnw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে এখন আলোচনার অন্যতম বিষয় পাকিস্তানের ফিল্ডিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওভারেই উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি। যদিও ওপেনার ফিন অ্যালানকে হারানোর ধাক্কা প্রথামিকভাবে সামল দিয়েছেন দেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। প্রথম কয়েক ওভারের নিরিখে পাকিস্তানের ফিল্ডিং অনেকের নজর কেড়েছে। রান আউট হয়েছেন কনওয়ে। ২০ বলে ২১ রান করে রান আউট হয়েছেন তিনি। আউট করেছেন শাদাব খান।
Fielding has been top notch so far everyone is throwing themselves no way NZ can beat us it's our game 💯 #PakvsNz
— Abdul Wasay (@andy_abdulwasay) November 9, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us