নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার গভীর রাতে ভূমিকম্পে কেঁপে ওঠে নেপাল। রাত ১টা ৫৭ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, রিখটার স্কেলে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার নীচে। ভূমিকম্পের ফলে নেপালে একটি বাড়ি ধসে ছয়জনের মৃত্যু হেয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছেন, "নেপালের ডোটি জেলায় স্থানীয় সময় রাত ২টা ১২ মিনিটে সর্বশেষ মাত্রার ভূমিকম্পের পর একটি বাড়ি ধসে ৬ জন নিহত হয়েছে।"