ফাইনালে নীরজের প্রতিপক্ষ কে জানেন?

author-image
Harmeet
New Update
ফাইনালে নীরজের প্রতিপক্ষ কে জানেন?

​নিজস্ব সংবাদদাতাঃ ক্রিকেট হোক বা হকি-যে কোনও খেলা ভারত বনাম পাকিস্তান মানে ক্রীড়াপ্রেমীদের মধ্যে আলাদা উৎসাহ। আর জ্যাভলিন থ্রোয়ে গ্রুপ এ থেকে যখন নীরজ চোপড়া প্রথম হয়ে উঠেছেন, তখন গ্রুপ বি-তে প্রথম হয়ে ফাইনালে আর্শাদ নাদিম। নীরজ চোপড়া স্কোর করেছেন ৮৫.৬৫। অন্যদিকে আর্শাদ স্কোর করেছেন ৮৫.১৬। পয়েন্টের বিচারে লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। জ্যাভলিনের ফাইনালেও যে ভারত-পাকিস্তান লড়াই যে একেবারে হাড্ডাহাড্ডি হবে, তা কোয়ালিফাইং রাউন্ডের ফলাফলেই স্পষ্ট।