আর্থিক প্রতারণার দায়ে বিখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতার করল ED

author-image
Harmeet
New Update
আর্থিক প্রতারণার দায়ে বিখ্যাত ব্যবসায়ীকে গ্রেফতার করল ED

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক প্রতারণার দায়ে গ্রেফতার বিখ্যাত ব্যবসায়ী। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মঙ্গলবার গভীর রাতে অর্থ পাচার প্রতিরোধ আইনে অবন্ধা গ্রুপের প্রোমোটার গৌতম থাপারকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সংস্থাটি একাধিক স্থানে অভিযান চালানোর পরে থাপারকে গ্রেফতার করে। জানা গিয়েছে, আজ তাকে আদালতে হাজির করা হবে, যেখানে ইডি তার হেফাজত চাইবে। ডিরেক্টরেট তার সংস্থা অবন্ধা রিয়েলটি, ইয়েস ব্যাংকের সহ-প্রতিষ্ঠাতা রানা কাপুর এবং তার স্ত্রীর মধ্যে একটি কথিত লেনদেনের তদন্ত করছে, যাদের ইতিমধ্যে এজেন্সি দ্বারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে তদন্ত করা হচ্ছে।

Source : Eureka

Open Demat and Trading Account online please visit https://kyc.eurekasecurities.net/home/index/729​
or please call us at 9831200699