অলিম্পিকের জন্যই বড় ত্যাগ করেন নীরজ

author-image
Harmeet
New Update
অলিম্পিকের জন্যই বড় ত্যাগ করেন নীরজ

​নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিকের জন্য ত্যাগ। যুগের পর যুগ ধরে করেন বিশ্বের সব অ্যাথলিটরাই। কেউ ছেড়ে দেন প্রিয় খাবার। কেউ  আরও বেশি ফোকাস করার জন্য অবসর সময়ে কাটছাঁট করেন। আর বুধবার জ্যাভলিন থ্রোয়ে ইতিহাস গড়া নীরজ চোপড়া কেটেই ফেলেছেন সাধের লম্বা চুল। সুইৎজারল্যান্ডে এক প্রতিযোগিতা চলাকালীন নীরজ দেখেন তাঁর বড় চুল নিয়ে থ্রোয়িংয়ে সমস্যা হচ্ছে। ব্যস, তারপরেই চুল কেটে ফেলেন