New Update
/anm-bengali/media/post_banners/oqnIY9b1DZNAfySwtuhS.jpg)
নিজস্ব সংবাদদাতা: এক সপ্তাহ ধরে ট্রাক সহ ট্রাক চালককে কারখানার ভেতরে আটক করে রাখার অভিযোগ উঠল দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার বিরুদ্ধে। দুর্গাপুরের সাগরভাঙ্গা সংলগ্ন এলাকায় বেসরকারি কারখানাটি অবস্থিত। সোমবার এই অভিযোগে কারখানার গেটের সামনে বিক্ষোভে নামে ভূইয়া সমাজ, যাদব সমাজ, বাউরী সমাজ সহ আরও বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। রানীগঞ্জের শীতলদাস এলাকার বাসিন্দা শঙ্কর রাম ওই বেসরকারি কারখানায় ট্রাক চলাত। গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন তিনি। কাজে যাওয়ার পরই নিখোঁজ হন তিনি। প্রশাসনের দ্বারস্থ হয়েছিল পরিবার-পরিজন এবং এলাকাবাসী। পরে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার কারখানার ভেতর থেকে। কারখানার বিরুদ্ধে তাকে অপহরণের অভিযোগ তোলা হয়েছে। দ্রুত উত্তর না মিললে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us