New Update
/anm-bengali/media/post_banners/cVpEw3qMX1DP6Sk2cw78.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ পরিচিত ফর্মের ধারেকাছে নেই ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই তারা পরাস্ত। একটি ম্যাচে এসেছে জয়, অপর একটি ম্যাচে ড্র। ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ ম্যাচ শেষে ওয়েস্ট হ্যামের নামের পাশে রয়েছে ১৪ পয়েন্ট। দল রয়েছে ক্রম তালিকার পনেরোতম স্থানে। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে শেষ ম্যাচে ২-১ গোলে তারা হেরে গিয়েছে। ম্যাচে এগিয়ে গিয়েও পরাজয় স্বীকার করতে হয়েছে তাদের।
THAT moment.
Enjoy 🍿#CPFC | #WHUCRYpic.twitter.com/VqYicj7YLa— Crystal Palace F.C. (@CPFC) November 6, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us