নিজস্ব সংবাদদাতা: কয়লা পাচারকাণ্ডে প্রাক্তন ECL কর্তার গোপন জবানবন্দি পেতে চায় সিবিআই। কয়লাকাণ্ডে এর আগে প্রাক্তন ECL কর্তা রাজা পালের গোপন জবানবন্দি রেকর্ড করায় সিআইডি।সেই জবানবন্দিতে কয়লা পাচার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বলে জানতে পারে সিবিআই।