কেরালায় দেখা মিলল নীলকুরুঞ্জির

author-image
Harmeet
New Update
কেরালায় দেখা মিলল নীলকুরুঞ্জির

​নিজস্ব সংবাদদাতাঃ ঈশ্বরের আপন দেশে বেগুনি-নীল ফুলের রঙের ছটা দেখে মনে হতে পারেব কোনও শিল্পী তাঁর তুলির ছোঁয়ায় সুন্দর ও যত্ন করে ক্যানভাসে ফুটিয়ে তুলেছে।  মালায়লাম ও তামিল ভাষায় নীলকুরুঞ্জি ও কুরুঞ্জি নামেও পরিচিত।তামিলনাড়ু ও কেরালার পশ্চিমঘাট পাহাড়ের শোলা জঙ্গলে এই বিরল ফুলের ঝোপ দেখতে পাওয়া যায়। নীলগিরি পাহাড়ে এই বিরল ফুল দেখতে পাওয়া যায় বলেই এর নাম হয়েছে নীলকুরুঞ্জি।