নিজস্ব সংবাদদাতাঃ মোরবি নগরের চিফ অফিসার পালিকা সন্দীপসিংহ জালাকে মোরবি দুর্ঘটনায় অবহেলার জন্য বরখাস্ত করা হয়েছে। সূত্রে খবর, গুজরাটের মোরবির প্রশাসন তদন্তের পর মোরবি নগরের চিফ অফিসার পালিকা সন্দীপসিংহ জালাকে বরখাস্ত করেছে। উল্লেখ্য, রবিবার মোরবি শহরে একটি তারের সাসপেনশন সেতু ধসে পড়ার পর নারী ও শিশুসহ কমপক্ষে ১৩৫ জন নিহত এবং ১০০ জনেরও বেশি লোক আহত হয়।