ইমরান খানের ওপর হামলার প্রতিবাদ জানালো মার্কিন যুক্তরাষ্ট্র

author-image
Harmeet
New Update
ইমরান খানের ওপর হামলার প্রতিবাদ জানালো মার্কিন যুক্তরাষ্ট্র


নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনায় আহত হয়েছেন ইমরান খান। এবার এই ঘটনার নিন্দা প্রকাশ করলেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন। 

Updates: Imran Khan Injured After Firing At His Rally, Gunman Shot Dead

তিনি বলেন, "রাজনৈতিক সমাবেশে ইমরান খানকে গুলি করে হত্যার চেষ্টায় তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। আমরা তার এবং অন্য সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানাই। সব পক্ষকে শান্তিপূর্ণ থাকতে হবে। রাজনীতিতে সহিংসতার কোনো স্থান নেই"।

Imran Khan names 3 suspects including Pak PM behind attack - Rediff.com  India News