New Update
/anm-bengali/media/post_banners/mgLZGa1wWEoLCsCDG038.jpg)
দেবাশিস বিশ্বাস কোচবিহারঃ দিনহাটার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দিনহাটা পৌরসভার পৌর প্রশাসক উদয়ন গুহ তার সোশ্যাল মিডিয়া ফেসবুকে ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ওপর আক্রমণের প্রতিবাদে ১টি পোস্ট করেন। তার বয়ান অনুযায়ী,"ত্রিপুরার ঘটনার পর দিনহাটায় বিজেপি নেতা কর্মীদের ভালো করে দেখাশোনা করতে হবে।" আর তার এই পোস্টকে কেন্দ্র করে বিস্ফোরক নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মিহির গোস্বামী। মিহির মন্তব্য করে বলেন, 'উদয়ন বাবুর এই পোস্ট কার্যত হুমকি। অবিলম্বে এর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করুক।' একদিকে যেখানে সামান্য টুইট করলে পরে বিজেপি কর্মীদের পুলিশ গ্রেফতার করে সেইখানে উদয়ন বাবুর সরাসরি হুমকি দেওয়া সত্ত্বেও পুলিশ কেন পদক্ষেপ গ্রহণ করছে না, এই বিষয়েও সাওয়াল তোলেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us