নিজস্ব সংবাদদাতা: ফের বাড়ল কেরোসিনের দাম। আবার তিন মাস পর রেশনে বিক্রি হওয়া কেরোসিনের দাম বাড়ল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি নভেম্বর মাসে কেরোসিনের যে বর্ধিত ইস্যু প্রাইস ঘোষণা করেছে, তাতে লিটারে ২ টাকা ৭০ পয়সার মতো দাম বাড়তে চলেছে। সবমিলিয়ে উৎসব মিটতেই মহার্ঘ হতে চলেছে কেরোসিনের দাম ।