New Update
/anm-bengali/media/post_banners/saU8W1FVgWUj9X70xOfY.jpg)
হরি ঘোষ, কাঁকসা : দিপাবলীর পর জগদ্ধাত্রী পুজোয় মেতেছে আপামর বাঙালি। চন্দননগরের পাশাপাশি, শহর কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও সাড়ম্বরে হচ্ছে দেবী জগদ্ধাত্রীর আরাধনা। কাঁকসার বামুনাড়া এলাকার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। মণ্ডপে সাংসদ ছাড়াও প্রচুর সংখ্যক দর্শনার্থীদের ভিড় ছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us