New Update
/anm-bengali/media/post_banners/xUHtp37GLbMI6x13SgsM.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ১০.১২ কোটি টাকার অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করল ED। জানা গিয়েছে, পিএমএলএ, ২০০২-এর আওতায় বিকাশ দুবে ও তাঁর সহযোগীদের নামে ১০.১২ কোটি টাকার ২৮টি অস্থাবর সম্পত্তি সাময়িকভাবে বাজেয়াপ্ত করেছে ইডি। ইডি জানিয়েছে, বিকাশ দুবে তার সহযোগীদের সাথে সংগঠিত অপরাধ, ভূমি মাফিয়া, দুর্নীতি এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের (পিডিএস) জন্য বরাদ্দ অর্থ আত্মসাতের মতো বিভিন্ন ধরণের অপরাধের সাথে জড়িত ছিল। এর আগে, ইউপি পুলিশ-প্রশাসনও বিকাশ দুবে গ্যাংয়ের সাথে সম্পর্কিত অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। ২০২২ সালের ৯ মে বিকাশ দুবের আত্মীয়দের ২৩টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। কানপুর জেলা প্রশাসন প্রায় ৬৭ কোটি টাকার এই সম্পত্তিগুলির বিষয়ে ব্যবস্থা নিয়েছিল। এর আগে, বিকাশ দুবের কোষাধ্যক্ষ জয় বাজপেয়িকেও জমি মাফিয়া ঘোষণা করা হয়েছিল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us