লেওয়ানডস্কিকে ছাড়াই জিতল বার্সেলোনা

author-image
Harmeet
New Update
লেওয়ানডস্কিকে ছাড়াই জিতল বার্সেলোনা

নিজস্ব সংবাদদাতাঃ দল বদল করলেও গোল করার অভ্যাস ত্যাগ করেননি রবার্ট লেওয়ানডস্কি। বার্সার হয়েও একের পর এক ম্যাচে গোল করেছেন এবং দলকে জিতিয়েছেন। ভিক্টোরিয়া পিজেনের বিরুদ্ধে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রবার্টকে ছাড়াই জিতেছে বার্সেলোনা। দিয়েছে চার গোল। ম্যাচে জোড়া গোল করেছেন ফেরান টোরেস। একটি করে গোল করেছেন মার্কো আলন্সো এবং পাবলো টোরে।