নিজস্ব সংবাদদাতাঃ আগামী মাসে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়েছে ইউক্রেন। টুইটারে দেওয়া পোস্টে এমন দাবি তুলেছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেগ নিকোলেঙ্কো। শিল্পোন্নত দেশগুলোর জোট ‘জি-২০’ থেকে রাশিয়াকে বহিষ্কারেরও আহ্বান জানান ওলেগ নিকোলেঙ্কো। তিনি বলেন, ‘পুতিন প্রকাশ্যে ইউক্রেনের বেসামরিক নাগরিক এবং জ্বালানি অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন। তার হাত রক্তে রঞ্জিত। তাকে বিশ্বনেতাদের টেবিলে বসতে দেওয়া উচিত নয়। বালি শীর্ষ সম্মেলনে পুতিনের আমন্ত্রণ প্রত্যাহার করতে হবে এবং রাশিয়াকে জি-২০ থেকে বহিষ্কার করতে হবে।’