দেবের ঘাটাল সফরের আগেই ঘাটাল জুড়ে বিজেপির কটাক্ষ পোস্টার

author-image
Harmeet
New Update
দেবের ঘাটাল সফরের আগেই ঘাটাল জুড়ে বিজেপির কটাক্ষ পোস্টার


দিগ্বিজয় মাহালী: দেবের ঘাটাল সফরের আগে বিজেপির তরফে পোস্টার শহরজুড়ে, তীব্র কটাক্ষ পোস্টারে। শাসক শিবিরকে নিশানা বিজেপি বিধায়ক শীতল কপাটের। "হিরনের খোঁচা খেয়ে মালদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব", সাতসকালে ঘাটাল শহরজুড়ে ছড়ালো এমনই পোস্টার। বিজেপির তরফে পোস্টারগুলো লাগানো হয় ঘাটাল শহরজুড়ে। পোস্টার লাগাতে দেখা যায় খোদ ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটকে। প্রসঙ্গত দিনকয়েক আগেই ঘাটালে এক কালীপুজোর অনুষ্ঠানে যোগ দিতে এসে ঘাটালের অভিনেতা সাংসদ দেবকে কড়া ভাষায় কটাক্ষ করেছিলেন বিজেপি বিধায়ক তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এর পরই তৃণমূলের তরফে উড়ে এসেছে একাধিক প্রতিক্রিয়া। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে ঘাটালে বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে আসেন অভিনেতা সাংসদ দেব। দিনভর ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তার। তারই আগে ঘাটাল শহরজুড়ে এমন পোস্টার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। এদিন সকালে ঘাটালে দাড়িয়ে ফের একবার ঘাটালের অভিনেতা সাংসদকে নিশানা করলেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট।