নিজস্ব সংবাদদাতাঃ নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ল যাত্রীবাহী ছোট গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর আহত আরও চার। সোমবার শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার পথে সিপাইদুরার কাছে খাদে পড়ে যায় গাড়িটি। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে যাত্রী নিয়ে ছোট গাড়ি শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যাচ্ছিল। সেই সময় দুর্ঘটনাটি ঘটে।
জানা গিয়েছে, গাড়িটি দার্জিলিং যাওয়ার পথে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। গাড়িটিতে ৭ জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজন যাত্রীর। বাকি চার যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, মৃত তিনজনই স্থানীয় বাসিন্দা। তাঁদের মধ্যে দুজন গোলাবাড়ি ও সোনাদার বাসিন্দা। আরেকজনের নাম-পরিচয় জানা যায়নি।