মরবি ব্রিজ দুর্ঘটনা: শোক প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর

author-image
Harmeet
New Update
মরবি ব্রিজ দুর্ঘটনা: শোক প্রকাশ জাপানের প্রধানমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতা: মরবি ব্রিজ দুর্ঘটনায় এবার শোক প্রকাশ করলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। 

Morbi Bridge Collapse: No Time to Play Politics, Says BJP as Oppn Hurls  'Maut ka Pass', 'Act of Fraud' Barbs

তিনি ট্যুইট করে বলেন, "প্রধানমন্ত্রী মোদি যেখান থেকে এসেছেন, ভারতের গুজরাটে একটি ঝুলন্ত সেতু ভেঙে পড়ার কারণে বহু মূল্যবান প্রাণের ক্ষয়ক্ষতিতে আমি গভীরভাবে শোকাহত। জাপান সরকার এবং জাপানের জনগণের পক্ষ থেকে, আমি ক্ষতিগ্রস্তদের এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাতে চাই। আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।
In pictures | Morbi bridge collapse - The Hindu Gallery -1