New Update
/anm-bengali/media/post_banners/MsKD4hXNNYCroICpGs0T.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিরি এ'র খেতাবি দৌড়ে হোঁচট খেল লাজিও। অপ্রত্যাশিতভাবে ক্রম তালিকায় অনেকটা পিছিয়ে থাকা দলের বিরুদ্ধে বড় ব্যবধানে পরাস্ত হয়েছে তারা। সালেরনিতানার বিরুদ্ধে ৩-১ গোলে হেরে গিয়েছে লাজিও। এই নিয়ে চলতি সিরি এ টুর্নামেন্টে এটি তাদের দ্বিতীয় হার। বর্তমানে ক্রম তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারা। ১২ ম্যাচ খেলে প্রাপ্ত পয়েন্ট ২৪। সালেরনিতানা রয়েছে দশম স্থানে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us