New Update
/anm-bengali/media/post_banners/tRQr8OXOJh8gEUWUrjFO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রত্যাশা মতো লা লিগার শীর্ষ স্থান ফের দখল করল রিয়াল মাদ্রিদ। তবে রাজকীয় ভঙ্গিমায় নয়। গিরোনার বিরুদ্ধে পয়েন্ট খুইয়েছে তারা। গিরোনার বিরুদ্ধে রিয়াল মাদ্রিদ ম্যাচের স্কোরলাইন ১-১। ম্যাচে ব্যবহার করা হয়েছিল ভিএআর প্রযুক্তি। ভিনিসিয়াস জুনিয়ার ৭০ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ৮০ মিনিটে পেনাল্টি থেকে সেই গোল শোধ করেছে গিরোনা। ৯১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন টনি ক্রুস।
⚖️ Refereeing controversy robs Madrid of win.#RealMadridGirona
— Real Madrid C.F. 🇬🇧🇺🇸 (@realmadriden) October 30, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us