নিজস্ব সংবাদদাতা: বিদেশ যেতে চেয়ে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। সোমবার ওই মামলাটি তিনি প্রত্যাহার করে নেন। তাঁর আইনজীবী আদালতে জানান, নতুন করে আবেদন জানানো হবে। সেই কারণেই মামলা প্রত্যাহার। কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা নতুন করে আবেদন করার অনুমতি দিয়েছেন মেনকাকে।