নিজস্ব সংবাদদাতা: এবার বক্সা পাহাড়ের প্রত্যেকটি গ্রামের মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে আগামিকাল থেকে ১৩টি গ্রামেই বসছে দুয়ারে সরকার শিবির। ভূটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার সবচেয়ে সুন্দর এবং দুর্গম এলাকা বক্সা পাহাড়। সেই বক্সা পাহাড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ১৩টি গ্রাম। এই গ্রামগুলিতে বসবাস করেন লেপচা, ডুকপা জনজাতির মানুষ। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এই ১৩টি গ্রামের প্রতিটিতেই বসতে চলেছে দুয়ারে সরকারের শিবির।