New Update
/anm-bengali/media/post_banners/U9dWtJZ5vOULt88pbeP5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ কম বয়সেই তারকার তকমা পাচ্ছেন বুকায়ো সাকা। আর্সেনালের এই তরুণ ফুটবলার চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেকে মেলে ধরেছেন অনন্য উচ্চতায়। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত কুড়িটি অ্যাসিস্ট করেছেন সাকা। ২১ বছর ৫৫ দিন বয়সে ২০টি অ্যাসিস্ট করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি। তাঁর আগে রয়েছেন সেস্ক ফ্যাব্রিগ্যাস (১৯ বছর ৩৫২ দিন) এবং ওয়েন রুনি (২০ বছর ৩০০ দিন)।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us