গুজরাট বিপর্যয়ে শোক জ্ঞাপন নেপালের প্রধানমন্ত্রীর

author-image
Harmeet
New Update
গুজরাট বিপর্যয়ে শোক জ্ঞাপন নেপালের প্রধানমন্ত্রীর


নিজস্ব সংবাদদাতা: রবিবার সন্ধ্যায় গুজরাটের মোরবিতে মাচ্ছু নদীর ওপর ভেঙে পড়েছে একটি সেতু। যার ফলে ইতিমধ্যেই বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এই বিষয়ে এবার শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।

Morbi bridge collapse: More than 130 dead, rescue operations underway | Top  points - India Today

 তিনি বলেন, "গুজরাটের মরবিতে ব্রিজ ভেঙে পড়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। আমরা মূল্যবান জীবনের ক্ষতির জন্য ভারত সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাই। আমাদের চিন্তা ও প্রার্থনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে"।

Morbi suspension bridge had reopened 5 days back after renovation; lacked  'fitness' certificate | India News | Zee News