New Update
/anm-bengali/media/post_banners/LUYw5CSF29a5jIKpf5o5.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সিরি এ-তে এখনও পর্যন্ত অপরাজেয় নাপোলি। লিগ ক্রম তালিকার শীর্ষে রয়েছে তারা। সাসুলোর বিরুদ্ধে ৪-০ গোলে জিতেছে নাপোলি। ম্যাচে হ্যাটট্রিক করেছেন ভিক্টর অসিমেন। সাসুলোর বিরুদ্ধে প্রায় ৭০ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। আক্রমণ শানানোর দিক থেকেও প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে নাপোলি। তথাকথিত তারকাখচিত দল না হলেও ইন্তার ও এসি মিলান, জুভেন্তাসের মতো দলগুলোকে এবার টেক্কা দিচ্ছে নাপোলি।
Full time ✅
3⃣ for #Osimhen
1⃣ for #Kvaratskhelia
90+3 | #NapoliSassuolo 4-0
💙 #ForzaNapoliSemprepic.twitter.com/Zscx08MN2v— Official SSC Napoli (@en_sscnapoli) October 29, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us