/anm-bengali/media/post_banners/5iC1wU88YOt4eLjRBPVt.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : কাস্তে নিয়ে মাঠে ঘাস কাটতে যাওয়ার সময় জমির আলে পড়ে গিয়ে হাতে থাকা কাস্তে ঢুকে গেল মহিলার কানে। গুরুতর আহত অবস্থায় মহিলাকে নিয়ে যাওয়া হয় ঘাটাল মহকুমা হাসপাতালে।
এমনই ভয়াবহ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের বসনছোড়া গ্রাম পঞ্চায়েতের পলাশচাবড়ীর বেলগেড়িয়া গ্রামে। জানা যায়, সকালে বেলগেড়িয়া গ্রামের বাসিন্দা অনিমা মিদ্যা ঘাঁস কাটতে কাস্তে নিয়ে মাঠে যাচ্ছিলেন। মাঠে জমির আল পথে কাঁধে কাস্তে নিয়ে যাবার সময় অসাবধানতাবশত পড়ে গিয়ে অনিমা মিদ্যার কানে ঢুকে যায় কাস্তের অর্ধেক অংশ। মাঠের অপর এক ব্যক্তি জমিতে কীটনাশক দিতে গিয়ে রক্তাক্ত অবস্থায় মহিলাকে কাতরাতে দেখে গ্রামে খবর দেয়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় এলাকার মানুষজন তড়িঘড়ি অনিমা মিদ্যাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।পরিস্থিতি বেগতিক দেখে চিকিৎসকরা গুরুতর আহত অনিমা মিদ্যাকে কলকাতায় স্থানান্তরিত করেছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us