​নিজস্ব সংবাদদাতাঃ আজ পার্থ স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত - দক্ষিণ আফ্রিকা। তিনটি দিকে ভারতকে মনোনিবেশ করতে হবে আজকের ম্যাচে জয়লাভ করার জন্য। ১) এদিনের ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে স্মার্টলি ব্যবহার করতে হবে , ২) ভারতের ওপেনারদের অবশ্যই তাদের লড়াই বুদ্ধিমানের সাথে বেছে নিতে হবে এবং ৩) ভারতকে পেস ফ্যাক্টর অফসেট করার উপায় খুঁজে বের করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য, আজকের ম্যাচ বিকেল ৪:৩০ থেকে শুরু হতে চলেছে।