New Update
/anm-bengali/media/post_banners/uZ5L8KZTd0PKPR2UfBvg.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভদোদরায় সি-২৯৫ পরিবহন বিমান তৈরির সুবিধার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভারতীয় বিমান বাহিনীর জন্য সি-২৯৫ পরিবহন বিমানটি টাটা-এয়ারবাস দ্বারা নির্মিত হবে বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রতিরক্ষা সচিব আরামানে গিরিধরের মতে, ৪০টি বিমান তৈরি করা ছাড়াও ভদোদরায় এই সুবিধাটি বিমান বাহিনীর প্রয়োজনীয়তা এবং রপ্তানির জন্য অতিরিক্ত বিমান তৈরি করবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us