২ গোলে পিছিয়ে চেলসি

author-image
Harmeet
New Update
২ গোলে পিছিয়ে চেলসি

নিজস্ব সংবাদদাতাঃ আরও এক অপ্রত্যাশিত ফলাফলের হাতছানি চেলসির সামনে। ইংলিশ প্রিমিয়ার লিগে চলছে ব্রাইটন বনাম চেলসির ম্যাচ। ইতিমধ্যে ২ গোলে পিছিয়ে পড়েছে চেলসি। ম্যাচের শুরুর দিক গোল করে ব্রাইটনকে এগিয়ে দিয়েছিলেন লিওনার্দো ত্রোসার্দ। ১৪ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন চেলসির ফুটবলার রুবেন লোফতাস।