New Update
/anm-bengali/media/post_banners/YaohusvnQIOiyLabsUo9.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ লেস্টার সিটির বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জার্সিতে এদিন মাঠে ছিলেন ইর্লিং হালান্ড। লেস্টারের বিরুদ্ধে বিরতির আগে পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। বিরতির পর সিটির হয়ে একটি গোল করেম কেভিন ডি ব্রুইন। লেস্টারের বিরুদ্ধে প্রায় ৭০ শতাংশ বল পজিশন ছিল সিটির দখলে। আক্রমণের দিক থেকেও লেস্টারের থেকে এগিয়ে ছিল সিটি। তবু গোল করতে পারছিল না ম্যানচেস্টার।
Win a @KevinDeBruyne signed shirt! ✨
— Manchester City (@ManCity) October 29, 2022
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us