গোলশূন্য হালান্ডবিহীন সিটি

author-image
Harmeet
New Update
গোলশূন্য হালান্ডবিহীন সিটি

নিজস্ব সংবাদদাতাঃ ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচের আপাতত গোল পায়নি ম্যানচেস্টার সিটি। লেস্টার সিটির বিরুদ্ধে সিটির প্রথমার্ধ্বের স্কোরলাইন ০-০। কোনও পক্ষই গোল করতে পারেনি। লেস্টার সিটির বিরুদ্ধে এদিনের ম্যাচে প্রথম একাদশে ছিলেন না এর্লিং হালান্ড। রিজার্ভ বেঞ্চেও তাঁর নাম নেই। হালান্ডের অনুপস্থিতিতে এখনও গোল পায়নি পেপ গুয়ার্দিওলার দল।