চাপ নয়, ডার্বি হল প্রাপ্তিঃ স্টিফেন

author-image
Harmeet
New Update
চাপ নয়, ডার্বি হল প্রাপ্তিঃ স্টিফেন

নিজস্ব সংবাদদাতাঃ বড় ম্যাচের আগে একেবারেই চাপ নিচ্ছেন না ইস্টবেঙ্গল এফসি কোচ স্টিফেন কনস্টানটাইন। প্রাক-ম্যাচ সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, "ডার্বি আমাদের কাছে চাপের বিষয় নয়। ডার্বির সঙ্গে যুক্ত থাকা বড় প্রাপ্তি। ডার্বি ম্যাচের মতো বড় খেলার সঙ্গে যুক্ত থাকার অনুভূতিটাই অনন্য। এই কাজের জন্যই আমাদের নিয়োগ করা হয়েছে।"