​নিজস্ব সংবাদদাতা: ব্রাজিল এবং রিয়াল মাদ্রিদের উইঙ্গার, ভিনিসিয়াস জুনিয়র, কাতারে আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপ জিততে পারে এমন পাঁচটি দেশের নাম ঘোষণা করেছেন। কাতার প্রতিযোগিতার প্রথম ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হবে। তবে ভিনিসিয়াস বিশ্বাস করেন যে ফ্রান্স, আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড ও জার্মানির মতো দলগুলো এবারের কাতার বিশ্বকাপ জিততে পারে। প্রসঙ্গত উল্লেখ্য যে ২০২২ ফিফা বিশ্বকাপ কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হবে।