New Update
/anm-bengali/media/post_banners/lDkxbT6AmFgBZlgCRiW6.jpg)
সুদীপ ব্যানার্জী, শিলিগুড়ি:শিলিগুড়ির ওষুধের দোকান থেকে চলছিল মাদক ব্যবসা। শিলিগুড়ি গোয়েন্দা বিভাগের পুলিশের সহযোগিতায় রবিবার গভীর রাতে দুই যুবককে সিকিম পুলিশ গ্রেফতার করে।অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী সিকিম পুলিশ মাদক পাচারকারির বিরুদ্ধে অভিযানে নামে। এরপর সিকিম পুলিশ জানতে পারে শিলিগুড়ি থেকে এই মাদক সিকিমে আসছে। সেই অনুযায়ী সিকিম পুলিশ শিলিগুড়ির গোয়েন্দা বিভাগের পুলিশের সাহায্যে দুই যুবককে ওষুধের দোকান থেকে গ্রেফতার করে।ধৃতরা পুলিশকে জেরায় জানিয়েছে ওষুধের দোকান থেকেই এই মাদক পাচার করা হতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us