হাতি ঘাটে ছট পুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন রাজস্ব মন্ত্রী

author-image
Harmeet
New Update
হাতি ঘাটে ছট পুজোর প্রস্তুতি পরিদর্শন করলেন রাজস্ব মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : ছট পূজার আগে শুক্রবার আইটিওর কাছে যমুনার তীরে হাতি ঘাটে প্রস্তুত্তি পর্ব খতিয়ে দেখলেন দিল্লির রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলট।

 বাকি কাজগুলি ত্বরান্বিত করার জন্য নির্দেশ জারি করে, গেহলট স্যানিটেশন, আলো, জল সরবরাহ ব্যবস্থা এবং অস্থায়ী পুকুর খনন পরীক্ষা করেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।