ফিলিপাইনে প্রাকৃতিক দুর্যোগের বলি কমপক্ষে ১৩ জন

author-image
Harmeet
New Update
ফিলিপাইনে প্রাকৃতিক দুর্যোগের বলি কমপক্ষে ১৩ জন

নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণ ফিলিপাইনে ভারী বৃষ্টিপাতের জেরে ভূমিধস এবং বন্যায় ১৩ জনের মৃত্যু হয়েছে।কিছু বাসিন্দা ছাদে আটকে পড়েছে বলে জানিয়েছেন একজন দুর্যোগ কর্মকর্তা।


৩০০,০০০ জনসংখ্যার শহর কোটাবাটোর আশেপাশের এলাকায় রাতারাতি উপড়ে যাওয়া গাছ, পাথর এবং কাদার সঙ্গে বইছে বৃষ্টির জল। সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। আঞ্চলিক সরকারের বেসামরিক প্রতিরক্ষা প্রধান ও নাগুইব সিনারিম্বো জানিয়েছেন, ৭ জন নিখোঁজ।তিনি বলেন, নিহতদের মধ্যে ১০ জন মিন্দানাও দ্বীপের দাতু ব্লা সিনসুয়াট শহরের বাসিন্দা।উদ্ধারকারীরা পার্শ্ববর্তী শহর দাতু ওডিন সিনসুয়াতে আরও তিনটি মৃতদেহ উদ্ধার করেছে।