/anm-bengali/media/post_banners/JoEeDVeFbM1UKHz8Rzzo.jpg)
নিউজ ডেস্ক, পূর্ব মেদিনীপুরঃ জল যন্ত্রনার মধ্যে ডুবে থাকা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ৪ নং ওয়ার্ডের ডোমপাড়ার বাসিন্দাদের সাথে দেখা করে কথা বললেন পাঁশকুড়ার বিধায়িকা ফিরোজা বিবি। সঙ্গে ছিলেন পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সেক সমিরুদ্দীন ও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি হানিফ মহম্মদ । তিনি বলেন, 'প্রত্যেক জায়গা বন্যার জলে প্লাবিত হয়েছে । তাঁর মধ্যে বিশেষ করে পাঁশকুড়া রয়েছে, সব জায়গায় মানুষের বেহাল অবস্থা বন্যার কারণে। তবু সহযোগীতা করার চেষ্টা করছি, পাঁশকুড়া ৪ নং ওয়ার্ডের অসহায় মানুষদের পাশে কাউন্সিলর রয়েছেন সবসময়, দিনরাত করে মানুষের পাশে রয়েছি । আমিও পরিদর্শন করলাম আজ , সত্যিই এখানকার মানুষ কতটা সমস্যার মধ্যে রয়েছে তা পাঁশকুড়ার ডোমপাড়ার মানুষকে দেখলেই বোঝা যাচ্ছে। তবে তাঁদের অন্যত্র সরানোর ব্যবস্থা করে রাখা হয়েছে, শুকনো খাওয়ার ও পৌঁছে দিচ্ছে মানুষের হাতে আমাদের কাউন্সিলর সমীরুদ্দিন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us