New Update
/anm-bengali/media/post_banners/XhPhufXfN0mhk5K0rBFV.jpg)
নিজস্ব সংবাদদাতা: শ্রমজীবীদের প্রতি মনোনিবেশ করার কথা জানালেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন।
তিনি বলেন, "আমি মধ্যম ও শ্রমজীবী ​​আমেরিকানদের পকেটে আরও অর্থের যোগান দিতে এবং বড় কর্পোরেশনগুলিকে দায়বদ্ধ রাখার দিকে মনোনিবেশ করি। এই কারণেই আমার প্রশাসন লুকানো "জাঙ্ক" অর্থ প্রদানগুলির ওপর ক্র্যাক ডাউন করছে। যার ফলে প্রতি বছর ভোক্তাদের এক বিলিয়ন ডলারেরও বেশি সাশ্রয় করছে"৷
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us