New Update
/anm-bengali/media/post_banners/5yvnR9TWv0G4yDbxqvZH.jpg)
নিজস্ব সংবাদদাতা: আগামীকালই কলকাতায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। এই ঝড়ের জেরে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়ে গিয়েছে। এহেন অবস্থায় হাতের কাছে কী কী রাখবেন দেখে নিন এক নজরে।
১) হাতের কাছে অবশ্যই জোগাড় করে রাখতে হবে দেশলাই, মোমবাতি, এমারজেন্সি লাইট, টর্চ। হ্যারিকেনে আগেভাগেই ভরে রাখতে হবে যথেষ্ট কেরোসিন তেল।
২) বাড়িতে অবশ্যই চাল ডালের পাশাপাশি মুড়ি, চিড়ে, চানাচুর, কেক ইত্যাদি শুকনো খাবার বেশি করে মজুত রাখতে হবে।
৩) বাড়িতে গ্যাস সিলিন্ডার ভরা রয়েছে কিনা দেখে নিতে হবে। যদি না থাকে তবে বুধবারের আগেই যে করে হোক সিলিন্ডার জোগাড় করা প্রয়োজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us