​নিজস্ব সংবাদদাতাঃ রিলি রুসো এবং কুইন্টন ডি ককের ১৬৩ রানের জুটি দক্ষিণ আফ্রিকাকে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে ১০৪ রানে পরাজিত করতে সাহায্য করেছিল। রিলি রুসো বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি এবং টানা দ্বিতীয়বার T20I শতরান করেন। আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন রিলি। এদিন বাংলাদেশকে ২০৬ রানের টার্গেট দিয়েছিল দক্ষিণ আফ্রিকা।