নিজস্ব সংবাদদাতাঃ ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের প্রশংসায় পঞ্চমুখ সংযুক্ত আরব আমিরশাহীর মন্ত্রী ওমর সুলতান। ভারত যেভাবে বিশ্বে দরবারে নিজেদের নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে, সেই নিয়ে বিদেশমন্ত্রী জয়শঙ্করের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন আরব আমিরশাহীর মন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত। দেশের স্বার্থে যা করা উচিত, সেই কথা মাথায় রেখেই বিদেশনীতি প্রণয়ন করা হবে, এই সিদ্ধান্তে বরাবর অনড় থেকেছেন ভারতের বিদেশমন্ত্রী। কঠিন পরিস্থিতিতেও জয়শঙ্করের এই দৃঢ়তা দেখে মুগ্ধ ওমর সুলতান। তিনি বলেছেন, “ইতিহাস বলে, বিশ্ব সবসময় দুই বা তিন শিবিরে ভাগ হয়ে যায়। প্রত্যেকটি দেশের উপরেই চাপ থাকে, যে কোনও একটি শিবির বেছে নিতে হবে।”
কিন্তু ভারত যেভাবে কোনও শিবিরের অংশ হয়নি, সেই দেখে মুগ্ধ আরব আমিরশাহীর মন্ত্রী ওমর। তিনি বলেছেন, “ভারতের বিদেশমন্ত্রীর কাজে আমি মোহিত হয়ে গিয়েছি। একটা কথা পরিষ্কারভাবে বলা যায়, ভারত ও আরব আমিরশাহী- এই দুই দেশ কোনও শিবিরের মধ্যে ঢুকতে চায় না। কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে, নিজের দেশের স্বার্থ ছাড়া অন্য কোনও বিষয়কে গুরুত্ব দেওয়া যায় না।” ওমর আরও বলেছেন, আরব আমিরশাহী একইসঙ্গে ভারত ও আমেরিকা দুই দেশের সঙ্গেই কাজ করতে পারে।