নিজস্ব সংবাদদাতা : গুজরাটি নববর্ষ (বেস্তু ভারাস) উপলক্ষে গুজরাটের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গুজরাটি নববর্ষ কার্তিক মাসে উদযাপিত হয়।
এ দিন প্রধানমন্ত্রী গুজরাটি ভাষায় তার শুভেচ্ছা বার্তায় জানান, "সমস্ত গুজরাটিদের জন্য নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আজ থেকে শুরু হওয়া নতুন বছর আপনাদের জীবনকে আলোকিত করুক এবং আপনাদেরকে অগ্রগতির পথে নিয়ে যাক।" প্রধানমন্ত্রী আরো বলেন,"নতুন সংকল্প, নতুন অনুপ্রেরণা এবং নতুন লক্ষ্যের সাথে শুভ নববর্ষ যে আকাঙ্খার সাথে গুজরাট সর্বদা কৃতিত্বের উচ্চতায় উঠবে।''